খেলাধুলা
নারী টি–টুয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে প্রথম ম্যাচে বাংলাদেশ নারী ক্রিকেট দলের প্রতিপক্ষ পাপুয়া নিউ গিনি।
আগামী ৭ জুন থেকে ১৪ জুলাই নেদারল্যান্ডসে শুরু হবে বাছাই পর্বের খেলা। এতে ৮টি অংশগ্রহণ করবে। তার থেকে সেরা দুই দল খেলবে আগামী ৯ থেকে ২৪ নভেম্বর ওয়েস্ট ইন্ডিজে হতে যাওয়া নারী টি–টোয়েন্টি বিশ্বকাপে।
গ্রুপ পর্বে বাংলাদেশের অন্য দুই প্রতিপক্ষ হলো স্বাগতিক নেদারল্যান্ডস ও সংযুক্ত আরব আমিরাত।
আরেক গ্রুপে আছে আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডের, থাইল্যান্ড ও উগান্ডা। আসন্ন এই টি–টোয়েন্টি বিশ্বকাপটির সবগুলো ম্যাচ পাবে আন্তর্জাতিক মর্যাদা। আসরের সেমিফাইনাল ম্যাচটি মাঠে গড়াবে আগামী ১২ জুলাই। এরপর ১৪ জুলাই ফাইনাল ম্যাচটির মাধ্যমে শেষ হবে বাছাই পর্ব।
উইমেন জার্নাল/আরএস